সৈয়দপুরে নকল পণ্য বিক্রির দায়ে ৬০ হাজার জরিমানা

শেয়ার করুন          নীলফামারীর সৈয়দপুরে নামী-দামী কোম্পানীর মোড়কে চাল, আটা, সেমাই, তেল, খাবার সেলাইনসহ বিভিন্ন নিম্ন মানের খাদ্যপণ্য দীর্ঘদিন থেকে বাজারজাত করছে একটি চক্র। এসব খাদ্যপন্য কিনে সাধারণ ক্রেতারা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে।   সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে শহীদ ডা. জহুরল হক (বিচালী পট্টি) সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা প্রশাসনের অভিযানে প্রকাশ্যে আসে মানুষ ঠকানোর অবৈধ ফাঁদ।   জানা যায়, শহরের ওই সড়কের বেশ কিছু অসাধূ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চাষী, তৃপ্তি, সোহা, টেস্টি সেলাইন, ইস্টিকুটুমসহ দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়কে নিম্ন মানের খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন নীলফামারী … Continue reading সৈয়দপুরে নকল পণ্য বিক্রির দায়ে ৬০ হাজার জরিমানা